আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পচা-বাসি খাবার বিক্রিঃ জালকুড়িতে ২ হোটেলে জরিমানা

পচা-বাসি খাবার বিক্রি

সংবাদচর্চা অনলাইনঃ

জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর জালকুড়ি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ টি হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং সংক্রামক রোগ আইন-২০১৮ অনুসারে ৫ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ ফতুল্লা জালকুড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

এসময় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ বলেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে মাস্ক পরার কোন বিকল্প নেই। এসময় খাবাবের রেস্তোরাঁর কর্মচারীগণ মাস্ক পরিধান না করে এবং সামাজিক দূরত্ব না মেনে খাবার পরিবেশন করেন। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পচা-বাসি খাবার বিক্রয়ের কারনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছড়াও মাস্ক পরিধান না করে ঘোরাফেরা করায় আরো ৫ জনকে ৪শ’ জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফের সহযোগি মো. শাহাদাত হোসেন সহ পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ।