শার্শা ও বেনাপোলে বিএনপির ২০ নেতাকর্মী আটক, ২৭ টি বোমা উদ্ধার
মোঃ রাসেল ইসলাম, শার্শা বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে বিএনপি জামাতের ২০ নেতা কর্মিকে আটক করেছে। বুধবার রাতে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ২৭টি হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে। এদের মধ্যে ৭ জনকে বেনাপোল পোর্ট থানা ও ১৩ জনকে শার্শা থানার পুলিশ আটক করে। আটককৃতদের বৃহস্পতিবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতদের মধ্যে বেনাপোল পৌর জামায়াতের সেক্রেটারী আলহাজ্ব ওসমান গনি, জামায়াত নেতা বেনাপোল পৌর কমিশনার আমিরুল ইসলাম, শার্শা থানা ছাত্রদলের সিনিয়ার সহ সভাপতি আল মামুন বাবলু, প্রচার সম্পাদক রায়হানুজ্জামান দিপুসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মী রয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, নাশকতার আংশকায় বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি, জামায়াতের ১০ নেতাকর্মিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫টি হাত বোমা উদ্ধার করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. মশিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।