নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জ উপজেলার ভোলাব এলাকার অজ্ঞাতনামা ব্যক্তি হত্যা মামলার আসামী মো. নূর হোসেনকে ফের রিমান্ডে নিয়েছে পুলিশ। মো. নূর হোসেন সুলপিনা পূর্বাচল উপশহর ৮নং সেক্টর এলাকার আবু হানিফের ছেলে।
রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠায় পুলিশ। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাওসার আলম এর আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বিজ্ঞ আদালতের নির্দেশে আসামী মো. নুর হোসেনকে ১৪ ফেব্রুয়ারি ২ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ ফের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হয়।
রূপগঞ্জ থানার পুলিশ পরির্দশক মো. কাইউম বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে আসামীকে রিমান্ডে নিলে আসামী একেক সময় একেক কথা বলে। এবং মামলার অগ্রগতি মুলক কিছু তথ্য দিয়েছে তা যাচাই বাছাই করা হচ্ছে। এছাড়াও আসামীর বিরুদ্ধে রুপগঞ্জে থানায় ৫টি মামলা রয়েছে এ তথ্য প্রকাশ করেছে। তাই সুষ্ঠু প্রাথমিক তদন্তের স্বার্থে আসামীকে আবারও রিমান্ডে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০১৮ সালে ১৬ মে সকাল ১০ টায় রুপগঞ্জ থানাধীন কাঞ্চন মায়ার বাড়ী বাসষ্ট্যান্ডের পশ্চিম পাশে ২৮ বছরের একজন অজ্ঞাতনামা পুরুষের লাশ পরে ছিল। সে সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজনের স্বাক্ষী প্রমানের ভিত্তিতে তদন্ত করে আসামীকে গ্রেফতার করা হয়।