আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিশা হত্যার দায়ে আবদুর রহমানের মৃত্যুদন্ড

আদালত প্রতিবেদকঃ
বন্দরে ভাবি নিশা বেগমের হত্যার দায়ে ননদের স্বামী আবদুর রহমানকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতে বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন। এ মামলায় ২ জন সাক্ষীর জবানবন্দির গ্রহনের পর আদালত এ রায় দেন। নিশা বেগম বন্দর উপজেলার নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার তাজুল ইসলামের স্ত্রী। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মো. আবদুর রহমান তাদের পাশেই বসবাস করতেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেসমিন সংবাদচর্চাকে জানান, নিশা বেগম কে হত্যার দায়ে ননদের স্বামী আবদুর রহমানকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ ২য় আদালতে বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন বলে তিনি নিশ্চিত করে বলেন বিচার ব্যবস্থার নিরপকক্ষ ও ন্যায় বিচার প্রতিষ্টা হয়েছে।
২০১৪ সালের ১০ নভেম্বর রাত সাড়ে ৮টার নবীগঞ্জের নোয়াদ্দা এলাকায় তাজুল ইসলাম বসত বাডীতে নিশা বেগমকে কুপ্রস্তাব দিলে রাজি না হওয়াতে ছুরি দিয়ে আঘাত হত্যা করে আবদুর রহমান। এ ঘটনায় নিহতের ভাই রাব্বি মিয়া বাদী হয়ে বন্দর থানায় মামলা করে। পরে নিহত নিশা বেগমের ২ সন্তান আরজু ও আজমীর আদালতে স্বাক্ষী প্রদান করে। এ মামলায় আদালত ৩০২ ধারায় আসামী আবদুর রহমানকে মৃত্যুদন্ডে দন্ডিত করা করেছে।