আজ বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নিবন্ধনের ক্ষেত্রে এখন পর্যন্ত অনিয়ম হয়নি’

টি.আই.আরিফ

তারাব পৌরসভার জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পৌর সভাকক্ষে মেয়র হাছিনা গাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (নারায়ণগঞ্জ) মোহাম্মদ আনোয়ার হোসাইন। তিনি জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পর্কে কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভায় রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, তারাব পৌরসভায় জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে এখন পর্যন্ত অনিয়ম হয়নি। আমরা বিধি মেনে জন্ম-মৃত্যু নিবন্ধন করার চেষ্টা করি। কেউ অনিয়ম করলে ছাড় পাবে না। জননেত্রী শেখ হাসিনার সরকার জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর সচিব মোহাম্মদ তাজুল ইসলাম,স্যানেটেশন ইন্সপেক্টর আব্দুল মতিন, হিসাব রক্ষক, কাউন্সিলর আমীর হোসের, আনোয়ার হোসেন, আক্তার হোসেন মোল্লা, হামিদুল্লাহ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লায়লা পারভীন, জোসনা বেগম, মাহফুজা আক্তার প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ