আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজ গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে এমপি গাজী

নিজ গ্রামে

নবকুমার: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ।


তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রত্যেকটা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নৌকার ভোট চাচ্ছেন।

বুধবার সকালে রূপগঞ্জ উপজেলার রূপসীতে নিজ গ্রাম গণসংযোগ করেছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । তিনি তার গ্রামের মানুষদের কাছে ভোট চান। গ্রাম বাসি গোলাম দস্তগীর গাজী কে কাছে পেয়ে অনেকটা উজ্জীবিত হয়।

গত দশ বছরে গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জে যে সকল উন্নয়ন করেছেন তা ভোটারদের স্মরণ করিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের,সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, তারাব পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেল, রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল,যুব মহিলা লীগের সভাপতি সেলিনা আক্তার রিতা, সাধারণ সম্পাদক ফেদৌসী প্রমুখ।