আজ শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাসিমের মৃত্যুতে হাই-বাদলের শোক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সিনিয়র নেতা প্রবীণ রাজনীতিক সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল (ভিপি বাদল)। শনিবার (১৩ জুন) সকালে এক শোক বাতার্য় তারা এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায় তারা বলেন, আমরা আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করছি। আমরা আওয়ামীলীগের এক বিশ্বস্থ নেতাকে হারিয়েছ। তিনি একজন সৎ দক্ষ পরিশ্রমী নেতা ছিলেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর স্ট্রোক করে আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার বেলা ১১টার দিকে রাজধানী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহাম্মদ নাসিম।