অনলাইন রিপোর্ট: জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল টুর্নামেন্টে আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ জেলা। শুক্রবার মাদারীপুরে অনুষ্ঠিত ফাইনালে তারা স্বাগতিক জেলাকে পরাজিত করে। প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বলেন, শুধু খেলাধুলাতেই নয়, সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে নারীরা। মাদারীপুরের আছমত আলী খান স্টেডিয়ামে নারী ফুটবলের ফাইনাল। গোলের আশায় বল নিয়ে ছুটছেন নারী খেলোয়াড়রা। ৭০ মিনিটের লড়াইয়ে দুদলের গোলের জন্য আক্রমণ পাল্টা আক্রমণ। শেষ পর্যন্ত জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনালে মাদারীপুর জেলাকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জ জেলা।
খেলোয়াড়রা জানান, অনুশীলনের মাধ্যমে জাতীয় দলে খেলার স্বপ্ন তাদের।
এদিকে, তৃণমূলে ভালো মানের খেলোয়াড় তৈরিতে কাজ করছেন বলে জানান ফুটবল প্রশিক্ষকরা। জেলা প্রশাসক জানান, জাতীয় পর্যায়ে নারী খেলোয়াড় তৈরি করতে স্কুল থেকে শুরু হয়েছে বাছাই পর্ব।খেলা দেখতে এসে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বললেন, শুধু খেলাধুলার ক্ষেত্রেই নয়, শেখ হাসিনা সরকারের আমলে সব ক্ষেত্রেই এগিয়ে চলেছে নারীরা। গত ১০ নভেম্বর শুরু হওয়া ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় বরগুনা, মাদারীপুর, পটুয়াখালী, রাজবাড়ি, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও খুলনা জেলা নারী দল।