সংবাদচর্চা রিপোর্ট:
গত ৪ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলাধীন কয়লাঘাট নামক স্থানে নৌ দুর্ঘটনায় ৩৪ (চৌত্রিশ) জনের প্রাণহানি ঘটে। নদীর নাব্যতা কম হওয়ায় এবং কালবৈশাখী মৌসুম আসন্ন হওয়ায় বিভিন্ন ধরনের নৌ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রতীয়মান হয়। যেকোন ধরনের নৌ দুর্ঘটনা প্রতিরোধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ এর ৭০(১)(ক) ধারা এবং নৌপরিবহন অধিদপ্তর এর ০৯/০৯/২০১৮ তারিখের ১৮.১৭.০০০০.৪০০.১৬. ০১৬.১৬.৫৯৪৩ নং স্মারক ও ২১/০৯/২০২০ তারিখের ১৮.১৭.০০০০.০১৫.২৭.০০২.১৭/৩৭০২ নং স্মারক পত্রের প্রেক্ষিতে নিম্নবর্ণিত নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
(১) নৌপথে সন্ধ্যা ৬ টা হতে সকাল ৬: টা পর্যন্ত বাল্কহেড চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।
(২) বৈধ সনদধারী ব্যতীত নৌযানের মাস্টার, ড্রাইভার, সুকানি, গ্রিজার, প্রকৌশলী বা ইঞ্জিন চালক দ্বারা নৌযান চালানো যাবে না।
(৩) যাত্রীবাহী নৌযানে সার্ভে সনদে উল্লিখিত যাত্রী সংখ্যার অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না।
(৪) অভ্যন্তরীণ নৌযান চলাচলের সময় অতিরিক্ত মালামাল বোঝাই করা যাবে না।
(৫) প্রত্যেক অভ্যন্তরীণ নৌযান যখন চলমান অবস্থায় থাকে তখন সংঘর্ষ এড়ানোর অথবা দিক নিয়ন্ত্রণ এবং পাল তুলে চলার নির্ধারিত নিয়মাবলি অনুসরণ করতে হবে।
(৬) দুর্ঘটনা প্রতিরোধে অগ্নি নির্বাপক সরঞ্জাম, জীবন রক্ষাকারী যন্ত্রপাতি এবং অন্যান্য সরঞ্জাম ব্যতীত কোন নৌযান চলাচল করতে পারবে না।
(৭) রুট পারমিট, সময়সূচী, ভাড়ার তালিকা প্রদর্শন ব্যতীত নৌযান চালানো যাবে না।
(৮) নৌ নিরাপত্তা ও নৌ চলাচল সংক্রান্ত আইন কঠোরভাবে মেনে চলতে হবে।
শর্তাবলী পালনে ব্যর্থ হলে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৬ এপ্রিল এসব তথ্য জানিয়েছে জেলা প্রশাসক কার্যালয়।