নারায়ণগঞ্জ জেলাকে দুর্নীতি মুক্ত করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। নারায়ণগঞ্জের অনেক সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি হয়। সেই সকল প্রতিষ্ঠান চিহ্নিত করা হবে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে যে কোন মূল্যে নারায়ণগঞ্জ কে দুর্নীতি মুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি আমার মন্ত্রণালয়ে যদি দুর্নীতি থাকে সেটা দমন করা হবে।
শনিবার (১৯ শ্রাবণ,৩ আগস্ট) রূপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে সৃজনশীল মেধা অন্বেশন প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়নদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি জনগণ কে কিছুই দিতে পারে নাই। ওরা করেছে দুর্নীতি। আওয়ামী লীগের উন্নয়ন কে বাধাগ্রস্ত করতে পদ্মা সেতুর নামে গুজব ছড়াচ্ছে । যারা গুজব ছড়ায় এরা দেশের শত্রু। বিএনপি গুজব সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়।
তিনি বলেন, আমরা ইভিএম দেখে ভয় পাই না। কাঞ্চনে ইভিএম পদ্ধতি ভোট হয়েছে । সেখানে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে। যদি ইভিএম না থাকত বিএনপি বলতো ভোট কেটে নিয়েছে। আমরা ওদের সেটা বলার সুযোগ দেই নাই। নারায়ণগঞ্জে কোন জায়গায় ছাত্র সংসদ নির্বাচন হয় নাই। আমরাই প্রথম অবাধ নিরপেক্ষ মুড়াপাড়া ছাত্র সংসদ নির্বাচন উপহার দিয়েছি।
গোলাম দস্তগীর গাজী বলেন, শিক্ষকরাই রূপগঞ্জের সুশীল সমাজ। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রূপগঞ্জের বহু শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাস করছে এবং নারায়ণগঞ্জ জেলার মধ্যে শীর্ষে রয়েছে।
ডেঙ্গু প্রসঙ্গে উপজেলা শিক্ষা অফিসার ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, সারা বিশ্বে ডেঙ্গু জ্বর ছড়ি পড়েছে। আমার ছেলে মেয়েদেরকে বাচাতে হবে। আপনারা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতন করবেন। শ্রেণী কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুড়াপাড়া সরকারী কলেজের অধ্যক্ষ সুকুমার রায়, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ভুঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল , নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, নবকিশলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ নজিবর রহমান, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতার হোসেন, গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা, ছাত্তার জুট মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ , গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা বেগম, খাদুন হাজী আয়েত আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবীব সহ অনেকে।
এছাড়া সৃজনশীল মেধা অন্বেশণ প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে ১২ জন চ্যাম্পিয়নকে পুরস্কার তুলে দেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।