নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিল ও ২ শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকার মৃত বিনদ বিহারী রায়ের ছেলে গৌর চন্দ্র দাস (৫০), তার স্ত্রী শিউলী রানী রায়, পাইকপাড়া নয়াপাড়া এলাকার আদিলের ছেলে আমিন, থানা পুকুরপাড় এলাকার রেলিবাগান এলাকার সাহাবুদ্দিনের ছেলে আশরাফুল।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, দেশব্যাপী চলা মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিল ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পৃথকভাবে ৪ জনকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।