আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জ হাই স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন সেলিম ওসমান

না’গঞ্জ হাই স্কুলের

না’গঞ্জ হাই স্কুলের

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক মিলাদ মাহফিল ও উত্তর পাশের একটি নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান।
মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধনের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।
ভিত্তি প্রস্তর উদ্বোধন করতে এসে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের কন্ঠে কুরআন তেলাওয়াত ও হামদ-নাত শুনে শিক্ষার্থীদের প্রশংসা করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। নারায়ণগঞ্জের এই সংসদ সদস্যের কাছ থেকে প্রশংসিত ও পুরস্কৃত হয়ে আনন্দিত শিক্ষার্থীরা।
এ সময় কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও ইসলামিক গান প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণকালে কুরআন তেলাওয়াত, হামদ-নাত এ বিজয়ী তিন শিক্ষার্থীকে তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশন করতে বলেন প্রধান অতিথি।
এ সময় কুরআন তেলাওয়াতে প্রথম স্থান অধিকারি পঞ্চম শ্রেণির ছাত্রী আয়শা বিনতে ওমর, দ্বিতীয় স্থান অধিকারি পঞ্চম শ্রেণির ছাত্র ওয়াসিফ সাদাত দিব্য ও হামদ-নাত এ প্রথম স্থান অধিকারি একই শ্রেণির ছাত্রী নাফিজা ইসলামের কন্ঠে কুরআন তেলাওয়াত ও হামদ-নাত শুনে বিস্মিত হন এবং তাদের প্রশংসা করেন সেলিম ওসমান। ভবিষ্যতে পড়াশোনা করে বড় মাপের মানুষ হতে পারে সেই কামনা করে আশীর্বাদ করেন শিক্ষার্থীদের।

 

না’গঞ্জ হাই স্কুলের

এসময় সেলিম ওসমান বলেন, আমি কি বলবো বলো? তোমরা সকলেই খুবই সুন্দর তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশন করেছো। তোমারা অনেক বড় হবে এই দোয়া করি।
এরপর তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে একসাথে ছবি তোলেন।
নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরাও সংসদ সদস্য সেলিম ওসমানের হাত থেকে প্রশংসা, পুরস্কার ও ছবি তুলতে পেরে বেশ আনন্দিত। তারা সকলেই আনন্দের সঙ্গে এমপির সাথে ছবি তুলেছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমল কান্তি সাহা, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চন্দন শীল, পরিচালনা পরিষদের সদস্য ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহাসহ স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।