নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার শুরু হচ্ছে নতুন বছর, নতুন শিক্ষাবর্ষ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলের মধ্যেও প্রতিবারের মতো এবারও বছরের শুরুর দিনেই নারায়ণগঞ্জে বই উৎসব যাপন করা হবে। এবছর জেলার ৩ লাখ ৬৬ হাজার ৯‘শ ৮৩জন শিক্ষার্থীর হাতে বিনা মূল্যের নতুন বই তুলে দেওয়া হবে।
ইতিমধ্যে প্রায় সব বই ছাপার কাজ শেষ করে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পাঠিয়ে দিয়েছে জেলা শিক্ষা অফিস।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রমতে, ২০১৯ সালের জন্য জেলার ২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেনি ৩ লাখ ৬৬ হাজার ৯‘শ ৮৩জন শিক্ষার্থীর জন্য মোট ১৭ লাখ ২৮ হাজার ২৭৩টি বই দেওয়া হয়েছে। এছাড়া শিশু শ্রেণির জন্য ১৯৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬৩ হাজার ২৬টি বই দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষ অফিসের কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বই উৎসবের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। বছরের শুরুর দিনেই শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের বই তুলে দেওয়া হবে।