আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে ২ তরুণীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দুই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ যার মধ্যে অজ্ঞাত তরুণীকে শ্বাসরোধে ও অপরজনের মৃত্যু নিয়ে দেখা দিয়েছে রহস্য।

৯ জানুয়ারী বুধবার সকালে পুলিশ পৃথকভাবে লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ফতুল্লার ভোলাইল এলাকায় পরিত্যক্ত জায়গা থেকে ২২ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধারের সময়ে পড়নে ছিল সোয়েটার, চাদর ও পায়জামা। ধারণা করা যাচ্ছে, দুর্বৃত্তরা ওই যুবতীকে  অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যা করে এখানে ফেলে গেছে।

অপরদিকে এসআই উত্তম জানান, উপজেলার ঢালীপাড়ায় মাসুদ মিয়ার ভাড়াটিয়া বাড়ির একটি কক্ষের মেঝে থেকে কুলসুম আক্তার (২৫) নামে তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। তারা গলায় ফাঁস দেওয়ার দাগ রয়েছে। স্বামীর সঙ্গে কুলসুম ঢালীপাড়া মাসুমের বাড়িতে ভাড়া থেকে গার্মেন্ট কাজ করতো। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। নিহতের স্বামী মামুন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।