নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৫ তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে চাষাঢ়ায় শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (২৭ জানয়ারি) সকালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রটে, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এ সমাবেশ ও মিছির অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য সুস্মিতা মরিয়ম, জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের সহ-সভাপতি সম্পদ অয়ন মারান্ডী, নারায়নগঞ্জ জেলার সাধারন সম্পাদক বেলাল হোসাইন, সহ-সভাপতি জেসমিন আক্তার, অর্থ সম্পাদক মুন্নি আক্তার, নারায়ণগঞ্জ কলেজের আহ্বায়ক রায়হান শরীফ, ছাত্র ফ্রন্টের নারায়ণগঞ্জ শহরের সংগঠক মাহফুজুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শাসকরা শিক্ষাকে টাকায় বেচাকেনার পণ্যে পরিণত করেছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল ক্ষেত্রেই বেসরকারি ধারাই এখন প্রধান ধারা। প্রশ্নফাঁস, গাইড বই আর কোচিং ব্যবসাকে শিক্ষা ব্যবস্থার মৌলিক(!) বৈশিষ্ট্যে পরিণত বরেছে। পিইসি, জেএসসির মতো উপর্যুপরি পাবলিক পরীক্ষা শিশু শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে বিষময় করে তুলেছে।
বক্তারা আরও বলেন, গবেষণাকে বিতারিত করে উচ্চ শিক্ষ প্রতিষ্ঠানসমূহকে অথর্ব প্রতিষ্ঠানে পরিণত করেছে । অতিরিক্ত ফি নেওয়ার বিরুদ্ধে আন্দোলন, নিরাপদ সড়কের আন্দোলন, সারাদেশের বিশ^বিদ্যালয় ও কলেজগুলোতে যেকোন ন্যায়সঙ্গত আন্দোলনে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন কর্তৃক হামলা নির্যাতনের ছবি দেশবাসী প্রত্যক্ষ করেছে। কলেজগুলোতে বিরোধী ছাত্র সংগঠনকে আক্রমণ করা হচ্ছে। নারায়ণগঞ্জও তার ব্যতিক্রম কিছু নয়। এখানে প্রত্যেকটা ক্যাম্পাস দখল করে রেখেছে ক্ষমতাসীন ছাত্র সংগঠন। এখানে নেই কোন পাবলিক বিশ^দ্যিালয়, অথচ নারায়ণগঞ্জ অর্থনৈতিক দিক দিয়ে হলো ধনী জেলা।
নেতৃবৃন্দ বলেন, শিক্ষা সমাজ বিচ্ছিন্ন কিছু নয়। রাষ্ট্র যখন সম্প্রচার নীতিমালা, ডিজিটাল নিরাপত্তা আইনসহ অসংখ্য কালাকানুন করে জনতার কন্ঠরোধ করছে, গণতন্ত্রের ন্যূনতম মুখোশটুকুও ছুড়ে ফেলে অনৈতিকতার সকল রেকর্ড ভেঙ্গে চলেছে, তখন শিক্ষাব্যবস্থা গৌরবে-স্বমহিমায় চলতে পারে না । শিশু কিশোর তরুণ শিক্ষার্থীদের মনোজগতকে দুঃশাসন দীর্ঘস্থায়ী করার উপযোগী শিক্ষার আয়োজনই তারা করবে।
তাই স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার উচ্ছেদ ছাড়া গণতান্ত্রিক শিক্ষার দাবি পূরণ হওয়ার নয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মনে করে ব্যক্তি মালিকানার সমাজ ব্যবস্থার বদলে সামাজিক মালিকানার রাষ্ট্র তৈরি করতে পারলেই এই সংকটের সমাধান সম্ভব। তাই আজ থেকে শিক্ষা নিয়ে সকল প্রকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই গড়ে তোলার জন্য ছাত্র যুবসমাজের প্রতি উদাত্ত আহবান জানাই।