আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালিত অর্থদন্ডসহ ১টি গাড়ি আটক

নিজস্ব প্রতিবেদক:

ক্রটিপূর্ণ গাড়ির কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং ফিটনেস বিহীন যানবাহন চালানোর অপরাধে নগরীতে বিভিন্ন যানবাহনের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ড করে ভ্রাম্যমান আদালত।
সোমবার ৪ ফেব্রুয়ারী দুপুর ১২ হতে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ কর্তৃক এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালতে বাংলাদেশ মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ আইনের বিভিন্ন ধারা মোতাবেক ২৬টি যানবাহনকে মোট ৪৬ হাজার টাকা আর্থিক অর্থদন্ড করা হয়। তাছাড়া অভিযানে ফিটনেস না থাকার অপরাধে ১টি মাইক্রোবাস কে আটক করা হয়েছে।

জেলা প্রশাসন নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ, নুসরাত আরা খানম, ফারজানা আক্তার, শারমিন আরা এবং তানিয়া তাবাসসুম এর নেতৃত্বে মোবাইলকোর্ট পরিচালিত হয়।
এ সময় অভিযান পরিচালনায় আরো ছিলেন বেঞ্চ সহকারী শরীফ আহমেদ, আতিকুল ইসলাম এবং জাহিদ ইবনে কামাল। তাছাড়া আরো উপস্থিত ছিলেন, বিআরটিএ নারায়ণগঞ্জ এর কর্মকর্তা ইমরান হোসেনসহ পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দরা।