আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে বেপরোয়া চিহ্নিত মাদক ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

সাড়া দেশে জোরালো মাদক বিরোধী অভিযান চলছে, চলছে অভিনব কায়দায় ক্রসফায়ার। চলমান মাদক বিরোধী অভিযানের কারনে দেশের বিভিন্ন প্রান্তের চিহ্নিত মাদক ব্যবসায়ীরা ভয়ে আত্মগোপনে থাকলেও আইন শৃঙ্খলাবাহিনীর বিচক্ষনতায় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা হয় আত্মসমর্পন করছে নয়তো কতিথ ক্রসফায়ারের নিহত হচ্ছে। যেখানে প্রতিটি জেলার শির্ষ মাদক ব্যবসায়ীদের চলমান অভিযানের ভয়ে রাতের ঘুম হারাম সেইখানে নারায়ণগঞ্জের চিত্র স্রোতের বিপরিতে।

চলমান মাদক বিরোধী অভিযানের মধ্যেও নারায়ণগঞ্জ শহরের মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আনাগোনা চোখে পড়ার মত। শহরের চানমারী, মাউরাপট্টি, খানপুর তল্লা, কুতুবপুর, দেলপাড়া সহ বেশ কিছু এলাকায় প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা। অত্র এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের অপ্রতিরেধ্য সাহস আর পুলিশ প্রশাসনকে বৃদ্ধাঙ্গালি দেখিয়ে ব্যবসা করার ধরণ দেখে বিস্মিত এলাকাবাসী। এদের মধ্যে অনেকেই নাকী পুলিশ প্রশাসনের মাদক বিক্রি করেন বলে চাঁনমারী মাউরাপট্টি এলাকাবাসীর সুত্রে জানা।

অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন চাঁনমারী মাউরাট্টি এলাকার মৃত হাসেমের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ফালান, খানপুরনিবাসী কানু মিয়ার ছেলে মাছ ব্যবসায়ী সোহেল, মাউরাপট্টির সৌদি প্রবাসী দেন্দার ছেলে সোহেল আরো বেশ কিছু মাদক ব্যবসায়ী অত্র এলাকাগুলোতে প্রকাশ্যে বলে থাকে তারা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাল (ইয়াবা) বিক্রি করে। অত্র এলাকার বাসীন্দাদের ধারণাও ঠিক তেমনই। এলাকাবাসীর সুত্রে জানা যায়, উল্লেখিত চিহ্নিত মাদক ব্যবসায়ীদের থানা পুলিশ বেশ কয়েকবার গ্রেফতার করলেও খুব বেশিদিন তাদের জেলা হাজতে থাকতে হয় না। অনেক সময় বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেফতার করলেও অজ্ঞাত কারনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা ক্ষনিক বাদেই এলাকায় ঘুরাফেরা করতে থাকে।

অপরদিকে থানাধীন কুতুবপুর ইউনিয়নের পূর্ব দেলপাড়া এলাকায় অপ্রতিরোধ্য গতিতে চলছে মাদক ব্যবসা। মাদক ব্যবসায়ীদের উৎপাতে আতঙ্কের মধ্যে দিনরাত পাড় করছে এলাকাবাসী। যুবক শ্রেণিকে নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছে অভিভাবক মহল। সম্প্রতি পূর্ব দেলপাড়া এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ইস্রাফিল (৪৫) ও তার স্ত্রীসহ সহযোগীরা বেপরোয়া হয়ে ওঠেছে। এ অবস্থায় দ্রুত চিহ্নিত এসব মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

জানা গেছে, কুতুবপুর ইউনিয়নের পূর্ব দেলপাড়া, ভূইঘড়, জালকুড়ী, এলাকায় দীর্ঘদিন থেকে মাদক সাম্রাজ্য গড়ে তোলে ইস্রাফিল ও তার স্ত্রী। বিভিন্ন স্থানে মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্যের ব্যবসা চালিয়ে আসছে। মাদক ব্যবসা নিয়ে প্রায় সময় তাদের মধ্যে হামলা, সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এতে এলাকার আইনশৃঙ্খলার অবনতি হয়। তাদের অত্যাচারে এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। বর্তমানে ইয়াবায় সয়লাব হয়ে গেছে দেলপাড়া এলাকার অলিগলি। হাত বাড়ালেই যে কেউ পাচ্ছে মরণ নেশা ইয়াবা। ফলে যুব সমাজকে নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন দিন কাটাচ্ছেন অভিভাবকরা। স¤প্রতি পুলিশের বিশেষ অভিযানে মাদক সম্রাট ইস্রাফিল কয়েকবার গ্রেপ্তার হলেও তার উল্লেখিত সাঙ্গপাঙ্গরা এলাকাতে বেপরোয়া হতে দেখা গিয়েছে । মাদক সম্রাট ইস্রাফিল ও স্ত্রী অপ্রতিরোধ্য গতিতে অনেকটা নির্বিঘ্নে বাসায় বসে ইয়াবাসহ মাদক ব্যবসা চালিয়ে যচ্ছে। তাদের বর্তমানে প্রধান আস্তানা পূর্ব দেলপাড়াসহ আশপাশের এলাকা। নাম প্রকাশে অনিচ্ছুক দেলপাড়া এলাকার একাধিক অভিভাবক সাংবাদিকদের জানান, প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে দু’ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলেও তাদের সাঙ্গপাঙ্গরা মাদক ব্যবসা অব্যাহত রাখে। ফলে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া গ্রেপ্তাকৃত মাদক ব্যবসায়ী দু’ এক মাস জেল খেটে বেরিয়ে এসে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় অভিভাবকরা। সমাজের শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে এসব মাদক ব্যবসায়ীকে প্রয়োজনে ক্রসফায়ারে মেরে ফেলারও দাবি জানান স্থানীয়রা।