নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে ১৩ আগস্ট বৃহস্পতিবার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক তাদের মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জের বিশিষ্ট শিক্ষানুরাগী কাশেম জামাল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চন্দন শীল, সোনারগাঁ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হোসনে আরা বেগম, নারায়ণগঞ্জ জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম প্রমুখ।
সভায় বক্তারা প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও বর্ণাঢ্য কর্মময় জীবন তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন ।