আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে পাট শিল্পের হারানো গৌরব ফিরে আনা হবে : বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার: নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, নারায়ণগঞ্জে পাট শিল্পকে ধ্বংস করছে বিএনপি জামায়াত জোট সরকার। ২০০২ সালে এশিয়ার সর্ববৃহত পাটকল আদমজী জুটমিল বন্ধ করে দেয় বিএনপি।

শুক্রবার রূপগগঞ্জ উপজেলার রূপসী গাজী ভবনে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন,

মন্ত্রী বলেন, বাঙালিদের পাটের টাকায় পাকিস্থানের উন্নয়ন হয়েছে। স্বাধীন বাংলাদেশে পাট শিল্প পিছে থাকতে পারে না। প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ সহ সারা দেশে পাট শিল্পের হারানো গৌরব ফিরে আনা হবে।

গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রক্ষতায় এসে পাট জাত পণ্য কে অগ্রাধিকার দিয়েছে। পাট শিল্পকে আধুনিকায়ন করতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষে হাতে নিয়েছে।
পাটকে ব্যান্ডিং করা হবে ।পাটকে সরকার শিল্প হিসেবে গ্রহণ করেছে।

মন্ত্রী দেশবাসীকে পাট জাতপণ্য ব্যবহারের আহবান জানান ।