আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জে বেসরকারি টিভি চ্যানেল এশিয়ান টিভির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে চাষাঢ়ায় শহীদ মিনারে কেক কাটা ও শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে এশিয়ান টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি খালেদ আলামিন।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, চারুকলা ইন্সটিটিউটের প্রভাষক কামরুজ্জামান, দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মো: মুন্না খান, মানবজমিনের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন প্রমুখ।