আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নবীগঞ্জে দুই পরিবহন চাঁদাবাজ আটক

বন্দর উপজেলার নবীগঞ্জ বাস স্ট্যান্ড কামাল উদ্দিন মোড় এলাকায় রাস্তায় চলাচলরত পরিবহনে চাঁদাবাজির সময় ২ জন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১। আটককৃতরা হলেন মনির হোসেন (৪৫) ও মোঃ সাব্বির হোসেন (১৮)। তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩ হাজার ৩১০ টাকা ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

৫ আগস্ট সোমবার ওই অভিযান চলে। র‌্যাব-১১ এর এএসপি জসিমউদ্দিন জানান, গাড়ির চালক ও পরিবহন শ্রমিক এবং গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে বন্দর থানাধীন নবীগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজি, অটোরিক্সা চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০ থেকে ৩ শ টাকা করে চাঁদা আদায় করে আসছে। কোন বাস, ট্রাক, সিএনজি ও অটোরিক্সা চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছে।

গ্রেফতারকৃত মোঃ মনির হোসেন ও মোঃ সাব্বির হোসেন উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।