আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজার পৌরসভায় নবনির্বাচিত মেয়র সুন্দর আলীকে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিদের পক্ষ থেকে রোববার ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এসময় মেয়র তাদের হাত থেকে হাসিমুখে ফুলের তোড়া হাতে নেয়। উপস্থিত ছিলেন পৌরসভার সচিব তাসলিমা আক্তার, প্রকৌশলী সাফায়েত সাদী, প্রকৌশলী মুজাহিদুর রহমান তুষার, হিসাব রক্ষক অলেক মিয়া, কোষাধক্ষ নাজমুল হাছান ও মুহাম্মদ আলী প্রমুখ।
এসময় মেয়র সুন্দর আলী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সহযোগীতায় আড়াইহাজার পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্ত করতে চাই। আপনারা আমাকে সার্বিক সহযোগীতা করবেন। পৌরসভার নাগরিকদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করাই হবে আমার মূলকাজ। সমস্যাগুলো এগুলোকে প্রথমেই চিহৃত করতে হবে এবং এসব সমস্যার দ্রুত সমাধান করতে হবে। আশা করছি আপনারা আমাকে সব ধরনের সহযোগীতা করে পৌরসভাকে সাজাতে আমার অংশিদার হবেন।