আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘দোয়া চেয়েছেন পলাশ’

নিজস্ব প্রতিবেদক
করোনায় আক্রান্ত শ্রমিক নেতা কাউছার আহম্মেদ পলাশ তার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য পলাশকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তার কোন আইসিইউ কিংবা অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হয়নি। এমনটাই জানা গেছে পলাশের ঘনিষ্ট একটি সূত্র থেকে।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদচর্চাকে জানানো হয়, পলাশ ভালো এবং সুস্থ আছেন। তার শরীরের অবস্থাও ভালো। যার ফলে তার কোন আইসিইউ কিংবা অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হয়নি। তার শরীরের রোগমুক্তি কামনায় তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

এর আগে করোনায় আক্রান্ত হন শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ । গত বৃহস্পতিবার তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। প্রথমাবস্থায় নিজ বাসাতে আইসোলেশনে থাকলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। কাউসার আহমেদ পলাশ শ্রমিক লীগের আগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন ফতুল্লা আঞ্চলিক শাখারও সভাপতি। করোনাকালীন সময়ে তিনি অসহায় ট্রাক চালক ও শ্রমিকদের মধ্যে ব্যাপক খাদ্য সহায়তা প্রদান করেন।

এসএমআর