আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দৈনিক সংবাদচর্চার প্রতিবেদককে সন্ত্রাসীদের হুমকি

নিজস্ব প্রতিবেদক

অবৈধ অটো স্ট্যান্ড গড়ে চাঁদা আদয়ের সংবাদ প্রকাশ করায় নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র দৈনিক সংবাদচর্চা পত্রিকায় কর্মরত নিজস্ব প্রতিবেদককে হুমকি দিয়েছেন অটো স্ট্যান্ড চাঁদাবাজ বাবুইরাইল এলাকার বিএনপি নেতা হাসান ও মজিদের ঘনিষ্ট সহচর রুবেলর ছোট ভাই রানা, নতুন জিমখানা এলাকার খোরশেদ। গত সোমবার বিকেলে জিমখানা এলাকার জনির মাধ্যমে সংবাদচর্চা পত্রিকায় কর্মরত নিজস্ব প্রতিবেদকে বিভিন্ন হুমকি প্রদান করে। হুমকি দাতা জনিকে বলে পাঠায়, ‘ওরে বইল্লা দিস ২ লক্ষ টাকা রেডি কইরা রাখতে। আমাগো মুরুব্বি ঐ সাংবাদিকের অপরাধ খুইজা পাইলে ব্যবস্থা নিবে’।

অপরদিকে গত সোমবার রাতে ডি.আই.টি এলাকায় সংবাদচর্চা পত্রিকায় কর্মরত নিজস্ব প্রতিবেদকের পরিচিত এক ব্যক্তির মাধ্যমে জানানো হয়, আমাদের হাত অনেক বড়, সাংবাদিকরা যা খুশি লেখুক তাতে আমাদের কিছুই যায় আসে না। তবে সংবাদচর্চা পত্রিকার সাংবাদিককে আমাদের মুরুব্বি দেখে নিবে।

এ ঘটনায় সংবাদচর্চা পত্রিকায় কর্মরত নিজেস্ব প্রতিবেদক থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম সাংবাদিককে হুমকির বিষয়ে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’।

এ বিষয়ে দৈনিক সংবাদচর্চার বার্তা সম্পাদক শাহাদাৎ হোসেন ভ‚ঁইয়া বলেন, ‘কোন সন্ত্রাসী সংবাদপত্রের কলাকৌশলীকে হুমকি দেবে তা মেনে নেয়া হবে না। সন্ত্রাসীদেরকে কঠের হস্তে দমন করা হবে। প্রশাসনে এ বিষয়ে সজাগ থাকতে হবে। তিনি সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে কঠোর হুসিয়ারী কথা জানিয়েছেন’।