আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তারাবতে সভা


নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জে আসন্ন তারাব পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নবেম্ভর) বিকেলে উপজেলার বরাবো এলাকায় ডে কেয়ার সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএম আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, তারাব পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রতন, তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোলজার হোসেন, তারাব পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আমিন খান, মহিলালীগ নেত্রী আসমা বেগমসহ অনেকে।
সভায় বক্তারা, তারাব পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার সফল মেয়র হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করা দাবী জানান। এছাড়া, তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএম আতিকুর রহমানকে পুনরায় কাউন্সিলর নির্বাচিত করার দাবী জানান বক্তারা।