আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তামিমের হাতে চোট

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে। রোববার কেনিংটন ওভালে মুখোমুখি হবে দু’দল। ওই ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। প্রথম ম্যাচের আগে অনুশীলনের সময় বাঁ-হাতের কনুইয়ে চোট পেয়েছেন তামিম।

ওভালে শুক্রবার স্থানীয় সময় ১০টার দিকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হয়। বেলা ১২টার দিকে ব্যাটিং অনুশীলনের সময় চোট পান তামিম। পরে ফিজিও এসে তামিমকে নিয়ে যান। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে খেলেননি দেশ সেরা ব্যাটসম্যান। সামান্য চোট ছিল তার। চায়লে খেলতে পারতেন। কিন্তু প্রস্তুতি ম্যাচে ঝুঁকি নিয়ে খেলানো হয়নি তাকে। তার চোটের খবর বাংলাদেশ দল এবং ভক্তদের জন্য একটা ধাক্কা হয়ে এসেছে। তবে তার চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি।