আজ শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ না.গঞ্জের ৬ পুলিশ কর্মকর্তা

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ

সংবাদচর্চা রিপোর্ট:

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)।

গতকাল ঢাকা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিতব্য মাসিক অপরাধ সভায়  ঢাকা রেঞ্জ মহোদায় তাঁহাকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে একটি সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেছেন।

এছাড়া নারায়ণগঞ্জ জেলা পুলিশের ৫ জন কর্মকর্তা বিভিন্ন ক্যাটাগরিতে ঢাকা রেঞ্জর শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন।

শ্রেষ্ঠ এসআই:-

শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার পেয়েছেন ফতুল্লা মডেল থানার এস. আই  মো: কামরুল হাসান। গত

নভেম্বর ‘২০১৮ মাসের ডিআইজি, ঢাকা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিতব্য মাসিক অপরাধ সভায় মো: কামরুল হাসান, ফতুল্লা মডেল থানার ০৬টি জিআর গ্রেফতারী পরোয়ানা তামিল করেন। নিয়মিত মামলায় এজাহারনামীয় ১৬ জন আসামীদের গ্রেফতার করেন।

তাছাড়া ১৬ জন আসামীসহ ৫০০ গ্রাম গাঁজা, ৬২০ পিচ ইয়াবা ও ৪১৫ গ্রাম হেরোইন উদ্ধার করেন, যাহার আনুমানিক মূল্য ৪৩,৩৮,৫০০ টাকা। নভেম্বর মাসে মোট ০৩টি মামলা নিস্পত্তি করেন। ইহাছাড়া ০২টি বন্দুক চেকিং করেন। সার্বিক বিবেচনায় ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদায় তাঁহাকে নভেম্বর’২০১৮ মাসের শ্রেষ্ঠ এসআই হিসাবে একটি সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেছেন।

মামলা তদন্তে ডিবির সফল অফিসার:-

মামলা তদন্তে সফল অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জ ডিবির  এসআই মোঃ নাজিম উদ্দিন । গত
নভেম্বর  মাসের ডিআইজি, ঢাকা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিতব্য মাসিক অপরাধ সভায়  মোঃ নাজিম উদ্দিন, জেলা গোয়েন্দা শাখার সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৪০ তারিখ-২৪-১০-২০১৮খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ দন্ডবিধি মামলার ঘটনায় জড়িত ০৮ জনকে গ্রেফতার করেন। তার মধ্যে ০১জন আসামী বিজ্ঞ আদালতে দোষ-স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।

তিনি অত্যন্ত দক্ষতার সহিত মামলা তদন্ত, ঘটনার রহস্য উদ্ঘাটন করে উক্ত মামলাটির তদন্তকার্য সম্পর্ণ করার স্বীকৃতি স্বরূপ ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদায় তাঁহাকে নভেম্বর’২০১৮ মাসের শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসাবে একটি সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার:-

শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের অফিসার মোঃ জুহাইর। গত
নভেম্বর মাসের ডিআইজি, ঢাকা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিতব্য মাসিক অপরাধ সভায়  মোঃ জুহাইর, ট্রাফিক বিভাগ, নারায়ণগঞ্জ মটরযান আইনের ১৪০ ধারায় ১৫টি, ১৪০(২) ধারায় ৩০টি, ১৪৩ ধারায় ০৮টি, ১৫১ ধারায় ১২৫টি, ১৫২ ধারায় ২৭টি, ১৫৩ ধারায় ০৭টি, ১৫৬ ধারায় ০৭টি, ১৫৭ ধারায় ৪০টি এবং অন্যান্য ধারায় ৫৩ টিসহ মোট ২৯২টি প্রসিকিউশন দাখিল করেন। সার্বিক বিবেচনায় ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদায় তাঁকে গত নভেম্বর’ মাসের শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসাবে একটি সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেছেন।

মামলা তদন্ত সফল অফিসার:-

মামলা তদন্ত সফল অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন নারায়ণগঞ্জ ডিবির পুলিশ পরিদর্শক মোঃ গিয়াস উদ্দিন। গত নভেম্বর মাসের ডিআইজি, ঢাকা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিতব্য মাসিক অপরাধ সভায়  মোঃ গিয়াস উদ্দিন রূপগঞ্জ থানার মামলা নং-২৩ তারিখ-০৮-১১-২০১৮খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ দন্ডবিধি মামলার ঘটনায় জড়িত ০২জনকে গ্রেফতার করেন। তাহাদের মধ্যে ০১ জন আসামী বিজ্ঞ আদালতে দোষ-স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। তিনি অত্যন্ত দক্ষতার সহিত মামলা তদন্ত, ঘটনার রহস্য উদ্ঘাটন করে উক্ত মামলাটির তদন্তকার্য সম্পর্ণ করার স্বীকৃতি স্বরূপ ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদায় তাঁহাকে নভেম্বর’২০১৮ মাসের মামলা তদন্তে সফল অফিসার হিসেবে একটি সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেছেন।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ:-

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার পেয়েছেন রূপগঞ্জ থানার সাবেক ওসি মোঃ মনিরুজ্জামান।গত নভেম্বর‘ মাসের ডিআইজি, ঢাকা রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিতব্য মাসিক অপরাধ সভায় তাকে এ পুরস্কার দেয়া হয়।

মনিরুজ্জামান রূপগঞ্জ থানার জিআর-৩৭৮, সিআর-২৯৫, সাজা জিআর-৪,সিআর-৩সহ মোট-৩৮০টি পরোয়ানা তামিল করেন। নিয়মিত মামলায় এজাহারনামীয় ১২২ জন, সন্দিগ্ধ ১৬৬ জন সহ মোট ২৮৮জন আসামী গ্রেফতার করেন। তাছাড়া ৪৯জন আসামীসহ ০৩ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১৩৪৫ পিচ ইয়াবা, ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করেন, যাহার আনুমানিক মূল্য ৬০,০০,০০০ টাকা।গত  নভেম্বর মাসে মোট ৭৮টি মামলা নিস্পত্তি করেন। এ ছাড়া ০১টি নন-এফ.আই.আর প্রসিকিউশন, ৩৫০টি বি-রোল ইস্যু, ৬০টি বন্দুক চেকিং এবং ২টি শুটারগান উদ্ধার করেন। সার্বিক বিবেচনায় ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদায় তাঁহাকে গত নভেম্বর’২০১৮ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে একটি সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেছেন।