নিজস্ব প্রতিবেদক: ৩০/৭/২০১৮ ইং ঢাকা বধির সংস্থা হাই স্কুলের ছাত্রদের মধ্যে ফুটবল প্রতিযোগীতায় চ্যাম্পিয়ানদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় বধির সংস্থার চেয়ারম্যান এ্যাডঃ তৈমূর আলম খন্দকার। এ সময় সংস্থার সাধারণ সম্পাদক ফজলে এলাহি খাঁন উপস্থিত ছিলেন। সংস্থার কার্যালয়ে পুরুস্কার বিতরনের সময় এ্যাডঃ তৈমূর আলম খন্দকার বলেন যে, বধির ছাত্র/ছাত্রীদের খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগীতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ইনডোর গেইম চালু করার জন্য অর্থ বরাদ্দ করার জন্য অর্থ বিভাগকে নির্দেশ প্রদান করেন। এসময় বিজয়ীদের উৎসাহ প্রদানের জন্য বিজয়ী গ্রুপকে নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা ও রানার্স আপ গ্রপকে ১০,০০০/- (দশ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করেন। তিনি বলেন যে, জাতীয় বধির হাসপাতাল এবং জাতীয় ইশারা ভাষা ইন্সটিটিউট স্থাপনের জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, যা অচিরেই আলোর মূখ দেখবে ইনশাআল্লাহ। পুরুস্কার বিতরনের পর এ্যাডঃ তৈমূর আলম খন্দকার জাতীয় বধির ছাত্রাবাসের সম্প্রসারিত অংশের নির্মাণ কাজ পরিদর্শন করেন।