আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেঙ্গু প্রতিরোধে এসপি হারুনের পরিচ্ছন্ন অভিযান

ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ। সোমবার (২১ শ্রাবন, ৫ আগস্ট) নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ লঞ্চঘাট এলাকায় পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মো: শহীদুল্লাহ, সহকারি পরিচালক এহতেশামুল পারভেজ সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়া  এসপি হারুন  আজ নারায়ণগঞ্জ  লঞ্চঘাটে পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা বৃন্দ।

এসময় হারুন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। বাড়ির চার পাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।