নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ শহরের নগর খানপুর বরফকল মাঠ সংলগ্ন চৌরঙ্গী পার্কের সামনে রোববার রাতে একটি ফাস্ট ফুডের দোকানে লাচ্ছি খাওয়াকে কেন্দ্র করে দোকান মালিক ও তাদের লোকজনদের সঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের সংঘাতের ঘটনায় ডিবির ৭ কর্মকর্তাসহ ৮জনকে সাময়িক প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
সোমবার (২৭ আগস্ট) ওই ৮ জনকে ডিবি থেকে প্রত্যাহার করে মাসদাইরে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়। তারা হলেন, ডিবির পরিদর্শক মাসুদুর রহমান, এস আই মিজানুর রহমান ও আবু সায়েম, এএসআই আজিজুর রহমান, দেওয়ান তৌফিক, বকুল মিয়া, আমিনুল হক ও কনস্টেবল লুৎফর রহমান।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, ওই ঘটনাটি তদন্তের জন্য তাকে প্রধান করে একটি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে ৮জনকে সাময়িক প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঘটনায় যদি ডিবি পুলিশের কোন কর্মকর্তা দোষী প্রমানিত হয় তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।