নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক মো. এনামুল হক আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়েছেন । মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
এ সময় জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের হাত থেকে ক্রেস্ট নেন ডিবির সাবেক এই পরিদর্শক।
এই সময় উপস্থিত ছিলেন ট্রাফিক পরিদর্শক তাসলিম মনি, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-৩) পরিদর্শক শাহাদাত হোসেন প্রমুখ।
এর আগে গত রোববার (৬ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টারের এক নির্দেশে তাৎক্ষনিকভাবে তাকে বদলি (স্ট্যান্ড রিলিজ) করে শিল্প পুলিশের (ইন্ড্রাস্টিয়াল পুলিশ) হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের এই পরিদর্শক এর আগে একাধিকবার ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ পরিদর্শক হিসেবে পুরস্কৃত হয়েছেন।