আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জ জেলা ও মহানগর ছাত্র দলের কমিটি ঘোষনা

জেলা ও মহানগর ছাত্র দল

জেলা ও মহানগর ছাত্র দল

 

নিজস্ব প্রতিবেদক:
২০১৩ সালের পর পাঁচ বছর বিরতি দিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটির ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (৫ জুন) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি নারায়ণগঞ্জের এই দুটি কমিটির অনুমোধদন দিয়েছেন। কমিটিতে জেলা ছাত্রদলের সভাপতি করা হয়েছে মশিউর রহমান রনিকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে খাইরুল ইসলাম সজীবকে। কমিটির অন্য সদস্যরা হলেন, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি ও ৮জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং একজন সাংগঠনিক সম্পাদক।
অপরদিকে মহানগর ছাত্রদলের সভাপতি করা হয়েছে শাহেদ আহমেদকে ও সাধারণ সম্পাদক সম্পাদক করা হয়েছে মমিনুর রহমান বাবু। এই কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি একজন, সহ-সভাপতি ৬ ও ৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং একজন সাংগঠনিক সম্পাদক।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান স্বাক্ষর করেন।
কমিটি ঘোষনার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটির জেলার সভাপতি ও সেক্রেটারী এবং মহানগরের সভাপতি বলেছেন, আমরা পদায়িত হওয়ায় খুশি তবে এখনই আমরা কোন ধরনের আনন্দ উল্লাস করবো না। কারণ আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। এসব কথা বলেন।
মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ বলেন, কমিটি ঘোষণা করায় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞা জানাচ্ছি। এখন আমাদের আনন্দ উল্লাস করার কিছু নেই। বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করাই আমাদের লক্ষ্য।

 

জেলা ও মহানগর ছাত্র দল

 

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি বলেন, তারেক রহমানের নির্দেশ পালনে বর্তমান কমিটি রাজপথে থাকবে। আমরা বিগত সময়ের চেয়ে আরো শক্তিশালী হয়ে কাজ করবো। আগামীতে যেকোন আন্দোলন কিংবা নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে। আন্দোলন সংগ্রামে ছাত্রদলের ভূমিকা থাকবে সবচেয়ে বেশি। সকলের কাছে ছাত্রদলের নেতাকর্মীরা দোয়াপ্রার্থী যেন মানুষের ভোটাধিকার ফেরাতে ছাত্রদল ঐক্যবদ্ধ থাকতে পারে।

 

জেলা ও মহানগর ছাত্র দল

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব বলেন, বর্তমানে এ দুঃসময়ে আমাদের উপর দায়িত্ব অর্পন করা হয়েছে। এজন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ও নারায়ণগঞ্জের বিএনপি সহ সহযোগি সংগঠন সকল শ্রেণির নেতাদের কাছেও আমরা কৃতজ্ঞ। তবে এখন আমাদের উচ্ছ্বসিত হওয়ার কোন কারণ নেই। আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি। মাকে বন্দি রেখে সন্তানরা কখনই উল্লাস করতে পারে না। আমরা সেইদিনই উল্লাস করবো যেদিন আমাদের মা কারামুক্ত হবে।
উল্লেখ্য ২০১৩ সালের ১৬ মার্চ মাসুকুল ইসলাম রাজীবকে আহ্বায়ক ও আনোয়ার সাদাত সায়েম, মাহাবুব রহমান, শাহ ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মশিউর রহমান রনি, মনুজুর হোসেন, হারুন উর রশিদ মিঠুকে যুগ্ম আহ্বায়ক করে জেলা ছাত্রদলের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। একই সময়ে গঠন করা হয় মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটিও।