নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জের আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের ( চনপাড়া) সাধারণ সদস্য পদে মো: বজলুর রহমানকে পুনরায় সমর্থন দিয়েছে জুনিয়র ফাইটার স্পোর্টিং ক্লাবের সকল খেলোয়াড়-পরিচালক ,সমর্থকবৃন্দ। ক্লাবটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৬ মার্চ চনপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে তারা এ সমর্থন দেন।
জুনিয়র ফাইটার স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানিয়ে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমান বলেন , রূপগঞ্জে খেলাধুলার বিকাশ ঘটাচ্ছে তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা । চনপাড়াতেও খেলাধুলা হচ্ছে। খেলাধুলার মাধ্যমেই চনপাড়া থেকে মাদকাসক্ত দূর করা হবে। চনপাড়ায় খেলাধুলার জন্য আমার সহযোগিতা অব্যাহত থাকবে। জুনিয়র ফাইটার স্পোর্টিং ক্লাব আমাকে সমর্থন দেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এসময় চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন সে¦চ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক,চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বর্নালী আক্তার, জুনিয়র ফাইটার স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ মোবারক হোসেন ।