নিজস্ব প্রতিবেদক:
মিরাজ হোসেনকে সভাপতি ও মো. ওবাইদুল্লাহকে সাধারণ সম্পাদক করে সাম্যবাদী দলের সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সংসদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ নভেম্বর) সকালে সাম্যবাদী দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ছাত্র সংসদের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে সর্বসম্মতি সিদ্ধান্ত ক্রমে ৫ সদস্যের আংশীক কমিটি ঘোষণা করা হয়।
ওই সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সম্মেলনের মাধ্যমে জাতীয় ছাত্র সংসদের পুরনাঙ্গ কমিটি গঠন করতে হবে।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন রেজাউল করিম হীরা, প্রচার সম্পাদক মো. সাকিল ও দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম আরিফিন।
এসময় বিদায়ী সভাপতি হিসেবে মেহেদী হাসান নতুন কমিটিকে উদ্দ্যেশে করে বলেন, জাতীয় ছাত্র সংসদ একটি প্রগোতিশীল ছাত্র সংগঠন। ছাত্র সংসদের অতিতের ইতিহাসের ধারাবাহীকতা অবাহত রেখে আগামীর পথ চলতে হবে এবং আগামীতে গণতন্ত্র পুন: উদ্ধার আন্দলনে ছাত্র সংসদকে গুরুত্বপূন ভূমিকা পালন করতে হবে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় সম্পাদক, ২০ দলিয় জোটের শীর্ষ নেতা ও ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্র নেতা কমরেড সাঈদ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য কমরেড মেহেবুব।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক নূরুদ্দিন ডালি ও সাংগঠনিক সম্পাদক সুমন হাওলাদারসহ বিভিন্ন অংঙ্গ সাংগঠনের নেতৃবৃন্দ।