আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছেলেধরা সন্দেহে আড়াইহাজারে মানসিক প্রতিবন্ধিকে পিটিয়ে পুলিশে সোপর্দ

ছেলেধরা সন্দেহে  আড়াইহাজারে রাবেয়া বেগম ( ৬৫ ) নামে এক বৃদ্ধাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ২১ জুলাই রোববার সকাল ৮টার দিকে উপজেলার সদর পৌরসভার মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত )শফিকুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে ওই বৃদ্ধা উপজেলা পরিষদ মসজিদের আশে পাশে ঘুরা ফেরা করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তাকে পিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়।

তিনি আরো জানান, মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি, সে একজন মানসিক প্রতিবন্ধি। ভিক্ষা করতে ওই এলাকায় গিয়েছিল। মহিলার নাম রাবেয়া বেগম। গোপালদী পৌর সভার মোল্লার চর গ্রামে তার বাড়ী। এদিকে ছেলেধরা গুজবে কান না দেয়ার জন্য আড়াইহাজার থানা পুলিশের পক্ষ থেকে রোববার দিন ব্যাপী উপজেলার বিভিন্ন গ্রামে মাইকিং করে জনগণকে সচেতন করা হয়েছে।