আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অপহরণ

ছাত্রী অপহরণ

ছাত্রী অপহরণ

নিজস্ব প্রতিবেদক:
উপজেলায় রাতের আঁধারে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আয়েশা আক্তারকে বাড়ি থেকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, ১জুলাই রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আড়াইহাজার পৌরসভাধিন কামরানীরচর এলাকার দিনমজুর জামালউদ্দিনের শিশু কন্যা আয়েশা আক্তার(১৪)কে ঘরে পড়তে বসাইয়া তার মা পারভীন আক্তার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে যায়। ঐ সময় নরসিংদী জেলাধিন মাধবধী থানার দস্তরদী এলাকার মৃত হযরত আলীর ছেলে শাহজালাল ঘরে ঢুকে তার কয়েকজন সহযোগির সহায়তায় শিশু আয়েশা আক্তারকে জোর করে অপহরণ করে দ্রুত গাড়িযোগে পালিয়ে যায়। পরবর্তীতে ঐ শিশু আয়েশাকে খোঁজতে তার পরিবারের লোকজন শাহজালালের বাড়িতে গেলে শাহজালালের পরিবারের লোকজন শিশু আয়েশাকে ফিরিয়ে দিবে বলে আশ্বাস দেয়। কিন্তু একদিন পেরিয়ে গেলেও তারা আয়েশাকে ফিরিয়ে না দিয়ে বাড়ি থেকে গা ঢাকা দেয়।
শিশু আয়েশার মা পারভীন আক্তার জানান,তার শিশু কন্যা আয়েশা আক্তার পাঁচগাও উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
সোমবার দুপুরে অপহৃতা শিশু আয়েশা আক্তারের মা পারভীন আক্তার আড়াইহাজার থানায় অপহরণকারী শাহজালাল ও তার অজ্ঞাত কয়েকজনকে আসামী করে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছে।
আড়াইহাজার থানার ওসি এমএ হক অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।