আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শামীম ওসমানের পক্ষে ছাত্রলীগের শো-ডাউন

ছাত্রলীগের শো-ডাউন

ছাত্রলীগের শো-ডাউন

 

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনায় হাজার হাজার কর্মী-সমর্থক নিয়ে সাংসদ শামীম ওসমনের পক্ষে বিশাল মিছিল সহকারে যোগ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতারা। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানে দুই হাজার নেতাকর্মী শামীম ওসমানের ছবি সম্বলিত ব্যানার নিয়ে স্লোগানে স্লোগানে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদ আশরাফুল ইসমাইল রাফেল, সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর ছাত্রলীগ নেতা শুভ রায়, আহাম্মেদ কাউছার, শান্ত খান, ঝিতু, লিয়নসহ বন্দর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
এরআগে সকাল ১১টায় শহরের চাষাড়া শহীদ মিনারে ছাত্রলীগের নেতাকর্মীরা জমায়েত হন। পরে সকলে একত্রিত হয়ে সুশৃঙ্খল ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। এসময় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্লোগান দেওয়াসহ সাংসদ শামীম ওসমানের স্লোগানে স্লোগানে ঢাকার রাজপথ কাঁপিয়েছেন।