আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রলীগকে পিটিয়েছে পুলিশ!

ছাত্রলীগকে পিটিয়েছে পুলিশ

ছাত্রলীগকে পিটিয়েছে পুলিশ

 

নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে যেখানে ছাত্রলীগের বিরুদ্ধে খবর আসে তারা পিটিয়েছে অমুককে, তমুককে। তখন ভিন্ন খবর এলো নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জে। ক্ষমতাসীন দলের প্রভাবশালী সহযোগী সংগঠণ ছাত্রলীগের নেতাকর্মীদের পিটিয়েছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদ ও অভিযুক্ত পুলিশ সদস্যদের শাস্তির দাবীতে শুক্রবার সকালে ছাত্রলীগ নেতাকর্মী ও এলাকাবাসী উপজেলার এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রূপগঞ্জে ছাত্রলীগ নেতাসহ ৯ ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত কাঞ্চন পৌর ছাত্রলীগের নেতা ইমরান হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভোলাব উপ-পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের নায়েক ফারুক ও তার দুই সহযোগী কনস্টেবল সাজেদুল ও সোহাগ এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী মোড়ে এসে কোন কারণ ছাড়া মুদি দোকানদার আতাউর, তার ছেলে বাবু, রাজমিস্ত্রি মিয়াজউদ্দিন ও সাব্বির মিয়াকে বেধড়ক লাঠিপেটা শুরু করে।
খবর পেয়ে কাঞ্চন পৌর ছাত্রলীগের নেতা ইমরান হোসেন, শাকিল আহমেদ টিপু, আরিফ হোসেন, সোহেল, বাছেদ ঘটনাস্থলে এসে ঐ পুলিশ সদস্যদের কাছে তারা এর কারণ জানতে চাইলে পুলিশ তাদের উপরও চড়াও হয়।
একপর্যায়ে পুলিশ সদস্যরা পৌর ছাত্রলীগের নেতা ইমরান হোসেন, শাকিল আহমেদ টিপু, ছাত্রলীগ নেতা আরিফ, সোহেল ও বাছেদকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে এলাবাসী অভিযুক্ত পুলিশের উপর ক্ষিপ্ত হয়।
খবর পেয়ে ভোলাব উপ-পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ছাব্বির আহমেদের নেতৃত্বে কয়েকজন পুলিশ অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় এফখান ফিলিং ষ্টেশনে বসে এর সমাধান করার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
এদিকে, শুক্রবার সকাল ১০টার দিকে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আনীত অভিযোগের সমাধানের ব্যাপারে এফ খান ফিলিং ষ্টেশনে পুলিশের কোন কর্মকর্তারা না আসায় সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের নেতাকর্মী ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায় অবরোধ করে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিক্ষোভ করে।
এতে করে সড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ফের অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আনীত অভিযেেোগর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মী ও এলাবাসী অবরোধ তুলে নেয়।
এ ব্যাপারে কাঞ্চন পৌর ছাত্রলীগের নেতা আজিজুল ইসলাম নিরব বলেন, ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারন জনগনের উপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানাই। আমি যথাযথ কতৃপক্ষের কাছে অভিযুক্ত পুলিশ সদস্যদের উপযুক্ত শাস্তি দাবী করছি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, আমি ঘটনাটি শুনেছি। এ ঘটনার দ্রুত সমাধানের জন্য ভোলাব উপ-পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগ প্রমানীত হলে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।