নিজস্ব প্রতিবেদক
প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান পত্মি পারভীন ওসমানের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করাছে জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।
বুধবার চাষাঢ়া বালুরমাঠ এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে মহানগর ছাত্রসমাজের সভাপতি মো. শাহ আলম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র সমাজের সভাপতি মো. শাহাদাৎ হোসেন রুপু।
আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্র সমাজের সাধারন সম্পাদক মো. ফয়সাল উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান তুহিন, জেলা ছাত্র সমাজের সাধারন সম্পাদক রবিউল আউয়াল, যুগ্ম সাধারন সম্পাদক সাগর হোসেন রাহাত, সদর উপজেলার যুগ্ম আহবায়ক লোকমান সরকার টিটু, যুগ্ম আহবায়ক রুবেল হাসান সুভসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা।