আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চামড়া নিয়ে বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করছে পুলিশ : এসপি হারুন

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ ফতুল্লা ও সদর এলাকার বিভিন্ন কোরবানির পশুর হাট পরিদর্শন  এবং নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছেন। আজ  ফতুল্লা আলীগঞ্জ কোরবানির পশুর হাট পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন কোরবানির পশুর হাটে কোন প্রকার অরাজকতা করতে দেয়া হবে না। আর মাত্র দুদিন বাকি কোরবানির ঈদের। জেলা পুলিশ পূর্বের ন্যায় ঈদে ঘরমুখী মানুষের যাতায়াতের জন্য ঈদের দিন পর্যন্ত রাস্তায় থাকবে। মানুষজন স্বস্তিতে, স্বাচ্ছন্দে ও নিরাপদে বাড়ি ফিরতে পারে সেই লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাজ করছে। আপনারা জানেন ঈদের জামাতের জন্য পূর্বের ন্যায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ঈদ পরবর্তী সময়ে কোরবানির পশুর চামড়া নিয়ে যাতে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে লক্ষ্যেও কাজ করছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।