নারায়ণগঞ্জ সদর থানাধীন টানবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিকের নেতৃত্বে ২৯ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৩ টায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে মৃত রাজ্জাক হাওলাদাদের ছেলে আবুল হোসেন (৩০) ও মৃত নাছির মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৩) কে গাঁজা সহ আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট নাহিদা বারিক গাঁজা বিক্রেতা আবুল হোসেন ও নজরুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ৫শ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৭ দিনের সাজা প্রদান করেন।
অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ম্যাজিস্টেট শেখ মেজবাহ-উল-সাবেরিন ও ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছার নেতৃত্বে ফতুল্লা থানাধীন চাঁনমারী বস্তিতে দুপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা বিক্রেতা দ্বীন ইসলাম (৩০) ও ইব্রাহিম (২৫) কে আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমান আদালত মৃত আক্কাস গাজীর ছেলে দ্বীন ইসলাম ও মৃত মিন্টুর ছেলে ইব্রাহিমকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ৫শ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৭ দিনের সাজা প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ সামছুল আলমের চৌকস টিমের সহযোগিতায় মাদক বিক্রেতাদের আটক করা হয়।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ডিএনসির টিমকে ধন্যবাদ জানান এবং মাদকবিরোধী কার্যক্রমকে আরো জোরদার করার আহ্বান জানান। এ সময় সামছুল আলম বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় প্রতিদিনই মাদকবিরোধী অভিযান চলছে এবং অব্যাহত থাকবে।