আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদাবাজ গোলাম হোসেনের নামে মামলা

পরিবহন থেকে চাঁদাবাজির ঘটনায় মামলা হয়েছে হাজী গোলাম হোসেনের বিরুদ্ধে। ৬ আগস্ট নবীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে হাতেনাতে দুই চাঁদাবাজ আটকের ঘটনায় বন্দর থানায় র‌্যাব এই মামলা দায়ের করে।

মামলায় আটক দুই চাঁদাবাজ মনির হোসেন ও সাব্বির হোসনসহ ইজারাদার হাজী গোলাম হোসেনকে আসামী করা হয়েছে।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন বন্দর থানা পুলিশের ওসি (তদন্ত) আজহারুল ইসলাম। তিনি জানান, ৫ আগস্ট বিকেলে বন্দরের নবীগঞ্জ বাস স্ট্যান্ড কামাল উদ্দিন মোড় থেকে মনির হোসেন ও সাব্বির হোসনকে আটক করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে এদিন বিকেলেই মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, মো. গোলাম হোসেন নামক স্থানীয় এক ব্যক্তি ২০১৯ সালের মে মাসে সিটি করপোরেশন থেকে নবীগঞ্জ বেবী, টেম্পু স্ট্যান্ডের ইজারা নেয়। ইজারার তালিকায় নবীগঞ্জ স্ট্যান্ডটি মূলত বেবী, টেম্পু স্ট্যান্ড হিসেবে উল্লেখ আছে। সিটি করপোরেশনের ওই ইজারায় ১২ নং শর্তে স্পষ্ট উল্লেখ রয়েছে বেবী, টেম্পু, ট্যাক্সী পার্কিং ফি দৈনিক ১৫ টাকা। কিন্তু একটি চাঁদাবাজ চক্র এই ইজারাদারের ছত্রছায়ায় রাস্তায় চলাচলরত বাস, মাইক্রো ও কাভার্ড ভ্যান থামিয়ে জোরপূর্বক ভয়ভীতি এমনকি মারধর করে ৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে আসছিল যা স্থানীয় মিডিয়ায় একাধিকবার প্রকাশিত হয়েছে। চাঁদাবাজি সংক্রান্তে অভিযোগের সত্যতা পেয়ে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য অভিযান চালিয়ে হাতেনাতে মনির হোসেন ও সাব্বির হোসেন নামের দুই চাঁদাবাজকে গ্রেফতার করি।

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ১৪ জুলাই একই স্থানে অভিযান চালিয়ে মো. আসিফ (৩০) এবং মো. সাদ্দাম মিয়া (২৪) নামে ইজারাদার হাজী গোলাম হোসেনর দুই চাঁদাবাজকে আটক করেছিলো র‌্যাব। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলাও দায়ের হয়েছিলো সেসময়। মামলায় গোলাম হোসেনকেও আসামী করা হয়।