রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকা থেকে আঁধা কেজি গাঁজা সহ ১৭ জনকে গ্রেফতার করেছে র্যাব -৩ (সিপিসি-৩) ।র্যাব ৩ (সিপিসি-৩) নির্বাহী ম্যাজিষ্ট্টে মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, চনপাড়া এলাকায় দীর্ঘদিন যাবত দিনদুপুরে গাঁজা বিক্রি করে আসছিল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আঁধা কেজি গাঁজা সহ ১৭ জনকে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃত রিপন(৪০) ও জিয়া(৩৮) ২ জনকে ১বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। অপরদিকে সজীব, ফারুক, সাহেব আলী,মেহেদী, রমজান,মোহাম্মদ আলী সহ ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, র্যাব ৩ (সিপিসি-৩) অতিরিক্ত পুলিশ সুপার বীনা রানী দাস, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার বসীর আহাম্মদ সহ অনেকে।