সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার ছাত্রলীগের তিন টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন । রবিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে গাজী গ্রুপের হেড অফিসে তারা সৌজন্য সাক্ষাত করেন। প্রথম সাক্ষাত করেন রূপগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি ফয়সাল শিকদার ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূইয়া মাছুম। পরে সাক্ষাত করেন তারাব পৌর ছাত্র লীগের সভাপতি আওলাদ হোসেন ও সাধারণ সম্পাদক মনির হোসেন। এর পর সাক্ষাত করেন দাউদপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এরা সবাই গোলাম মর্তুজা পাপ্পা গাজী কে ফুলেল তোড়া উপহার দেন।
এসময় গোলাম মর্তুজা পাপ্পা গাজী রূপগঞ্জ উপজেলা ছাত্র লীগের নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার আহবান জানান।