নবকুমার:
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রচন্ড শীত আর আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রত্যেকটা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নৌকার ভোট চাচ্ছেন।
বুধবার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় গণসংযোগ করেছেন গোলাম দস্তগীর গাজী । গণসংযোগে জনতার ঢল নামে। তিনি যেখানেই গণসংযোগ করছেন সেখানেই সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন।
এদিকে গোলাম দস্তগীর গাজীর সাথে প্রচারণায় যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল। তিনি আজ রূপসী বাস্ট্যান্ড নৌকার পক্ষে গণসংযোগ করেছেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা,প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ, অওয়ামীলীগ নেতা আমির হোসেন,রতন মিয়া,আদনান,হাজী আজাবুর প্রমুখ।