নিজস্ব প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাসুম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাইনাদী এলাকার রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ধৃত মাসুম চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সাড়ে পাঁচআনী গ্রামের নান্নু দেওয়ানের ছেলে। সে নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদী মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতো।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম-২ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের সামনে মাদকের বড় একটি চালান আসছে এমন প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই পূর্বক অভিযান চালিয়ে বাজারের ব্যাগ হাতে দাড়িয়ে থাকা মাসুমের ব্যাগ তল্লাশী করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।