আজ শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গাউছিয়ায় নিষিদ্ধ পিরানহা জব্দ

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার গাউছিয়া বাজার থেকে প্রায় ৩০০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব পিরানহা জব্দ করেন। অভিযান পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন। পরে নিষিদ্ধ মাছগুলো লবণ দিয়ে মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়। বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ( ভূমি) আফিফা খাঁন সংবাদচর্চাকে বলেন , আমরা খবর পেয়েছিলাম গাউছিয়া বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হয়। তাই বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে সেখানে অভিযান চালাই। ৩ টা ড্রামে প্রায় ৩০০ কেজি পিরানহা মাছ ছিলো। মাছ আমরা জব্দ করেছি। মাছের কাছে কোনো লোক ছিলো না তাই কাউকে জরিমানা করতে পারি নাই। বাজারের সভাপতি এবং সেক্রেটারীকে শেষ বারের মতো সতর্ক করা হয়েছে । পরবর্তীতে যদি এই মাছ গাউছিয়া বাজারে পাওয়া যায় তাহলে সভাপতি , সেক্রেটারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ