সংবাদ বিজ্ঞপ্তি: রাজধানীর আদাবর থানার মুনসুরাবাদ আবাসিক এলাকা হতে ৪ কেজি গাঁজাসহ ২ জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব – ২ । গ্রেফতারকৃতরা হলেন মোছাঃ হেনা (৩৫), মোছাঃ পাচি বেগম (৭০) । শনিবার ( ৬ ফেব্রুয়ারি) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদের নিষিদ্ধ গাঁজা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে তাদের হাতে ধরে রাখা ব্যাগ তল্লাশী করে পলিথিনের প্যাকেটের ভিতরে ৪ কেজি নিষিদ্ধ মাদক (গাঁজা) পাওয়া যায়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।