আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

খানপুরে প্রেমিক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ শহরের খানপুরে  প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে খুন হওয়া এসি মিস্ত্রী ফয়সাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবারসহ এলাকাবাসী।  শনিবার (৩ জুলাই) বেলা ১১ টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডের বাসিন্দারা এ মানববন্ধন করে। মানববন্ধনে বক্তারা আসামীদের ফাঁসি দাবি করেন।

প্রসঙ্গত, ৩১ জুলাই বিকেলের দিকে সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এনায়েত নগর পশ্চিমপাড়ার নূরুজ্জামানের ছেলে এসি মিস্ত্রী ফয়সাল শহরের খানপুরে আসে প্রেমিকা সামিয়া আক্তারের সাথে দেখা করতে। এখানে সামিয়ার ভাই মো. আসিফ (২০), তার চার বন্ধু একই এলাকার সাকিব হোসেন (১৫), মো. মিলন (১৮), রওনক হোসেন সানজি (১৭), সৈয়দ সায়েম হোসেন (১৮) এবং শাওন বিন দেওনজী মিম (১৯) তাকে মারধর করে। পরে অচেতন অবস্থায় ফয়সালকে খানপুর তিনশ‘ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পরপরই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ নগর খানপুরে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। পর দিন এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে একই থানায় ছেলে হত্যার অভিযোগ উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ঘটনার দিন আটক ৫ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।