সংবাদচর্চা রিপোর্ট ( পত্রিকা): রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল ও কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূঁইয়া`র নামে মিথ্যা মামলা`র প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগ ও কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ। রবিবার ১৪ মার্চ বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালি এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল বলেন কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির নামে যে মিথ্যা বানোয়াট মামলা দেওয়া হয়েছে তা অতি দ্রুত প্রত্যাহারে দাবী জানাচ্ছি আর যুদি এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কঠোর আন্দোলনে নামতে বাদ্য হবে। এই সময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভূঁইয়া, সম্পাদক নাহিদ হোসেন অপু, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেনসহ আরো অনেকে।